রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পুর্ভাবাস কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ ভাসবে

From : রাইট
Sep 22, 2021
4:26:45 PM

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পুর্ভাবাস কলকাতাসহ পচিমবঙ্গে বিভিন্ন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে৷ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির জন্য নবান্ন থেকে  ত্রাণসামগ্রী মজুদ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ এর কারণ বঙ্গোবসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তরের খবর৷ এতদিন কলকাতা সহ পচিমবঙ্গের বিভিন্ন জেলা জলমঙ্গ হয়ে রয়েছে৷ তারউপর সামনে ঘূর্ণিঝড় এই অবস্থায় কলকাতা সহ পচিমবঙ্গের বিভিন্ন জেলাকে লাল সতর্কতা জারি করা হয়েছে৷ 

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে।  ৪৮ ঘন্টার মধ্যে এটি ওড়িশা উপকূলে আছড়ে পর্বে বলে আবহাওয়া সূত্রে খবর। অভিমুখ থাকবে পশ্চিম ও উত্তর পশ্চিমদিকে। সোমবার আর একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা মধ্য বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত এর অভিমুখ থাকবে বাংলা ও ওড়িশা উপকূল। এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দুর্যোগপূর্ণ (Rain) আবহাওয়া (Weather Forecast) আশঙ্কা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশাতে। 

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সঙ্গে ঘূর্ণিঝড়ের প্রকোপ থাকলেও উত্তরবঙ্গে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত সঙ্গে আকাশে আংশিক মেঘের সম্ভবনা। 


রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI