কিছুকাল ধরে নিদিষ্ট নিয়ম অনুসারে বিভিন্ন ওয়েবসাইটে পুরোনো টাকার পরিবর্তে নতুন টাকার নোট কেনা বেচা হয়ে থাকে। এই সকল পুরাতন নোট কেনাবেচার ক্ষেত্রে অনেক লক্ষাধিক টাকা দর রাখা হয়।
এই পুরাতন নোটের বদলে নতুন টাকার পবার আসায় প্রায় ৫০০০০ টাকা মতো খোয়ালেন বীরভূমের এক কলেজ ছাত্রী।
বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত ছয় নম্বর ওয়ার্ডের মল্লিকগুনো পাড়ার সৃজনী বিশ্বাস নামে ওই কলেজছাত্রী এমন প্রতারণার সম্মুখীন হয়েছেন। পুলিশ জানিয়েছেন এমন যেন কেউই না পরেমোটের ওপর ওই কলেজ ছাত্রীকে একপ্রকার ফাঁদে ফেলে এমন বিপুল অঙ্কের টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে বিশেষজ্ঞরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। তারা জানিয়েছেন, "কোন জায়গা থেকে টাকা পাওয়ার জন্য কেন আগে থেকে টাকা পাঠাতে হবে? এমন ঘটনার সম্মুখীন হলেই জানবেন প্রতারণার ঘটনা ঘটতে পারে।"