সাত সকালে শহরে পথ দুর্ঘটনা ,নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা গাড়ি মৃত্যু ১, জখম আরোও ৪ !
From : রাইট
Jan 28, 2022
11:50:00 AM
দক্ষিণ কলকাতায় পাটুলি এলাকায় সাতসকালে এই দুর্ঘটনাটি ঘটে।বাঘাযতীন ফ্লাইওভারের দিকে আসছিলো একটি গাড়ি।কলকাতায় পাটুলি থানা এলাকায় একটি বাস দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে।জানা যাচ্ছে যে গাড়িটি হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে এইভাবে ধাক্কা মেরেছে।গাড়িটি ধাক্কা মারার পর গাড়িটি পুরো দুমড়ে মুচড়ে গেছে।সেই গাড়ির ভিতরে ছিল মোট ৫ জন যাত্রী।ধাক্কা মারার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসে এবং স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সেই ৫ জন যাত্রীকে।সেখানেই একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক আর ৪ জন গুরুতর জখম হয়েছেন।যিনি মারা গেছেন তিনি হয়তো গাড়ির চালক ছিলেন।তারপর স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে , বাঘাযতীন ফ্লাইওভারের দিকে যাওয়ার রাস্তায় ওই গাড়িটির গতি অনেকটাই বেশি ছিল ।যে শেষ পর্যন্ত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।সেই কারণেই এতবড়ো দুর্ঘটনাটি ঘটছে বলে মনে করা হচ্ছে।পুলিশ খতিয়ে দেখছে চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা।ওই এলাকায় সাতসকালে এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
এই দুর্ঘটনার জেরে ওই রাস্তার সমস্ত যান চলাচল কিছুক্ষনের জন্য বন্দ রাখা হয়েছে।তার জন্য নিত্যযাত্রীরা কিছুটা হলেও অসুবিধায় পড়েছেন।পুলিশ ঘটনাস্থলে আসার পর ওই গাড়ি ও বাসটিকে উদ্ধার করে তারপরই ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।তবে যারা নিহত হয়েছেন বা যে মারা গেছেন তাদের পরিচয় এখনো জানা যায়নি।পুলিশ তাদের পরিচয় খোঁজার চেষ্টা করছে।পুলিশ চেষ্টা করছে তাদের পরিচয় খুঁজে বাড়িতে পৌঁছে দেওয়ার।