শিক্ষকদের চক্ষু চড়ক গাছ! স্কুলের ছাত্রীদের ফেরাতে গিয়ে দেখেন কেউ ৯ মাসের অন্তঃসত্ত্বা, কারো সন্তান ১ মাস
From : রাইট
Dec 07, 2021
3:18:30 PM
করোনা আবহের দুর্যোগ কিছুটা কাটিয়ে মাত্র ৩ সপ্তাহ হল স্কুল খুলেছে রাজ্য সরকার। পড়ুয়াদের পঠন পাঠনও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। কিন্তু সেইভাবে স্কুলে ছাত্রছাত্রী দেখতে পাওয়া যাচ্ছে না। তাই স্কুলের ছাত্রছাত্রীদের সন্ধান করতে বেরোলেন শিক্ষক শিক্ষিকারা নিজেই। এইরকম অভিযান শুরু করেছেন হুগলির জাঙ্গিপাড়া ব্লকের নিলারপুর রাজা রামমোহন বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষিকারা।
আর তাদের খুঁজতে গিয়েই হতবাক শিক্ষকরা। ওনারা দেখেন কারোর বিয়ে হয়ে গেছে, কেউ অন্তঃসত্ত্বা, কারোর বা বাচ্চা আছে, কেউ বা কোনো কাজ করছে। আর ওদের বয়স মাত্র ১৩ বা ১৫ র মধ্যে হবে।
তাদের জীবন এই করোনা আবহে বদলে গেছে। শিক্ষকরা স্কুল খোলার পর দেখেন, ৩০০ জনের মধ্যে ৫৬ জন উপস্থিতির সংখ্যা এসে দাঁড়িয়েছে।