বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে ২৫ জন পড়ুয়াকে পাচার করার সময় হাতেনাতে ধরা পড়লো সরকারি স্কুলের প্রধান শিক্ষক
From : রাইট
Nov 21, 2021
11:46:00 AM
শনিবার সন্ধ্যেবেলা উত্তরবঙ্গের রায়গঞ্জে সরকারি স্কুলের এক প্রধান শিক্ষক তের ট্রেনে প্রায় ২৪-২৫ বাচ্ছাকে নিয়ে সন্দেহজনক ভাবে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন। প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের রীতিমত সন্দেহ হওয়ায় রেল পুলিশের হাতে পাচারকারী মনে করে তাকে তুলে দেয়।
কলকাতা গামী রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে প্রায় ১০-১২ বাচ্ছাকে নিয়ে ট্রেনে উঠছেন এক ভদ্রলোক, বিষয়টি সমাজ কর্মী কৌশিক চৌধুরীর নজরে পড়তেই কৌতুহল বশত ওই ব্যক্তির কাছে এগিয়ে যান তিনি।এবং জিজ্ঞাসা করেন, এতগুলি বাচ্চা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? বলল, আমার এক আত্মীয়ের বিয়ে আছে। সেখানেই যাচ্ছি।”এরপর আরও বেশি সন্দেহ হয় কৌশিক বাবুর। এরপর বাচ্ছাগুলির সঙ্গে তার সম্পর্ক কি তা জানতে চান তিনি । এর জবাবে কার্যত কোনও সদুত্তর দিতে পারেননি ওই শিক্ষক। তিনি বলেন তিনি নাকি সকলেরই মামা। আর এতেই সন্দেহ আরও বেড়ে যায়, অবশেষে রেল পুলিশে খবর দেন কৌশিক। এরপর রায়গঞ্জ রেল পুলিশ এবং চাইল্ড লাইনের আধিকারিকদের হাতে ঐ শিক্ষকের এক মহিলাসঙ্গী সহ আরও তিনজন ধরা পরে ওই ট্রেন থেকে।
জানা গিয়েছে ওই ব্যাক্তির নাম মুজাহিদিন ইসলাম। তিনি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক।