শীতের রাতে আলিপুর দুয়ারে ফ্লাইওভারের নিচে দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন , আগুন নিয়ন্ত্রণে দমকল
From : রাইট
Dec 31, 2021
12:15:00 PM
আলিপুরদুয়ারে ১ নম্বর অসম গেটে রেলওয়ে ফ্লাইওভারের নিচে হটাৎ দাউ দাউ করে জ্বলে উঠে আগুন।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে।প্রথমে স্থানীয় বাসিন্দারাই দেখতে পান আগুন তারপর তারা দমকল বাহিনীকে খবর দেয়।সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকল ইঞ্জিন পৌঁছে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।ওই অগ্নিকাণ্ডের ভিতরে একজন ব্যাক্তি আটক পড়েগিয়েছিলেন।দমকল বাহিনী সেই ব্যাক্তিকে উদ্ধার করে।এবং তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
পুলিশ সূত্রে খবর , যে ব্যাক্তি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন কে ওই ব্যাক্তি ?কি তার পরিচয় ? অগ্নিকাণ্ডের জেরে তার মৃত্যু হয়েছে নাকি তিনি আত্মঘাতী হয়েছেন তা এখনো জানা যায়নি তা ধোঁয়াশা হয়ে রয়েছে।পুলিশ ওই ব্যাক্তির দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।পুলিশ এই ঘটনাটি তদন্ত শুরু করেছে।
স্থানীয় বাসিন্দাদের মনে এই অগ্নিকান্ড নিয়ে নানা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।তারা নানারকম প্রশ্ন করেছে।কিভাবে মৃত্যু হলো ওই ব্যাক্তির ? শীতের রাতে আলিপুর দুয়ারে উড়ালপুরের নিচে ওই ব্যাক্তি আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন সেই আগুন বিরাট আকার ধারণ করে তাতেই মৃত্যু হয়েছে ওই ব্যাক্তির।নাকি নিজে আগুন জ্বালিয়ে আত্মহত্যা
করেছেন।এই সব তত্ত্ব কোনোভাবেই তদন্তকারীরা উড়িয়ে দিতে পারছেন না।দমকল অধিকারীরা জানার চেষ্টা করছে কি কারণে এই অগ্নিকান্ডটি ঘটেছে।তা জানা গেলে স্পষ্ট ভাবে জানা যাবে মৃত্যুর কারণটি।
পুলিশ সূত্রে খবর , এখনোও ওই মৃত ব্যাক্তির পরিচয় জানতে পারেনি বলে পুলিশ সূত্রে খবর।তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।এবং তদন্ত শুরু করেছে।