পঞ্চমীর সকাল থেকে শরতের আকাশে মেঘ-রোদের লুকোচুরির খেলা । কলকাতার আকাশে হালকা মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুব কম বলেই চলে । তবে সকাল থেকে আকাশে উত্তর ২৪ পরগনা-সহ রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর খবর অনুযায়ী আগামী দু’ দিন বাংলায় বর্ষা বিদায় পালা চলবে। সপ্তমী পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর । বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও রাজ্যে বাড়বে আর্দ্রতাজনিতকর অস্বস্তি।
অষ্টমী থেকে দশমী কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই রাজ্যের সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর । পুজোয় মোটামোটি উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী,, অষ্টমীতে ভারী বৃষ্টি সহ বজ্রপাত হতে পারে । তা দীর্ঘদিন ভাবে চলতে পারে নবমী-দশমী পর্যন্ত । ষষ্ঠী-সপ্তমীটা হয়তো কাটবে নির্বিঘ্নেই। কিন্তু অষ্টমী থেকে চোখ রাঙাতে পারে আবহাওয়া । আবহাওয়া দফতর আরো জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, পঞ্চমী থেকেই আবহাওয়ার উন্নতি থাকবে । ষষ্ঠী-সপ্তমী খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে ।