ষষ্ঠীর সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো ৩ কিশোরের

From : রাইট
Oct 11, 2021
2:28:45 PM
দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছে রাজ্যবাসী।আর এই আনন্দের দিন মহাষষ্ঠীতে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা।
ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার অন্তর্গত সিউড়ির -আমোদপুর রাস্তায়।এই মর্মান্তিক পথদুর্ঘটনায় বাড়ির ছেলেদের হারাল বীরভূমের (Birbhum) তিন আদিবাসী পরিবার। তিনজনই আমোদপুরের ধোবাজল গ্রামের বাসিন্দা।বছর সতেরোর রাজেশ টুডু, ষোল বছরের মনোজ হেমব্রম এবং বছর তেরোর রোহিত বেসরা ষষ্ঠীর সকালে তারা বেরিয়েছিল মর্নিং ওয়াকে।এর পর আচমকাই পিছন থেকে একটি ট্রাক (truck) এসে প্রথমে রোহিতকে ধাক্কা দেয়। এবং রোহিতকে ধাক্কা দেওয়ার পর ট্রাকটি পালাতে গিয়ে একে একে মনোজ এবং রাজেশ টুডুকে ধাক্কা দেয়। ট্রাকটি পুরন্দরপুর থেকে আমোদপুরের দিকে যাচ্ছিল। এরপর ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। একজনকে সিউড়ি (Suri)সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তিন জন ছেলের আকস্মিক মৃত্যুতে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পুরো এলাকা সহ পরিবারগুলির।
এরপর  পলাতক ট্রাকচালককে গ্রেপ্তারের দাবিতে সকাল থেকে সিউড়ি-আমোদপুর রাজ্য সড়ক অবরোধ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তাঁদের শান্ত করতে ঘটনাস্থলে পৌঁছন ডিএসপি-সহ পুলিশ বাহিনী।
 


রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI