শশুরবাড়িতে পুড়িয়ে মৃত্যু বাউলশিল্পীকে,খুনের অভিযোগ শশুড়বাড়ির বিরুদ্ধে
From : রাইট
Jan 24, 2022
12:45:30 PM
বাঁকুড়ার ইন্দাসের ফতেপুরে ঘটনাটি ঘটেছে।পুলিশ সূত্রে খবর মৃতার নাম সুশীলা দাস।বয়স প্রায় ৩০ হবে।সুশীলা দাস পেশায় বাউল শিল্পী ছিলেন।ওই এলাকায় তাকে শিল্পী হিসেবেই সবাই চিনত।তিনি প্রচুর অনুষ্ঠানও করতেন কিন্তু শশুড়বাড়ির দাবি কোনো অনুষ্ঠান করা যাবে না।কিন্তু সুশীলা দাস এই কথাটা মেনে নিতে পারেনি।
পুলিশ সূত্রে খবর ,শনিবার গভীর রাতে শশুরবাড়িতে থাকাকালীন আগুনে পুড়ে মৃত্যু হয় তার।তাকে সম্ভবত পুড়িয়ে মারা হয়েছে বলে পুলিশ অনুমান করছে কিন্তু এখনো কিছু জানা যায়নি।এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।বাপের বাড়ি খবর পেয়ে সঙ্গে সঙ্গে শশুরবাড়িতে ছুটে যান।স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহটি ময়না তদন্তে পাঠায়।
ইন্দাস থানার ওসি জানান যে, সুশীলা দাস যে গান করতেন ও নানা অনুষ্ঠান করতেন তা তার শশুর বাড়ির লোক মেনে নেয়নি।ওর ননদ ওই নিয়ে কটূক্তি করতো।এইটা নিয়ে শনিবার সুশীলার সাথে তার স্বামীর অশান্তি হয়।ওদের সন্দেহ হচ্ছে যে সুশীলার গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মেরে ফেলেছে।কিন্তু কিভাবে এই অগ্নিকান্ড ঘটেছে তা এখনো স্পষ্ট নয়।এই ব্যাপারে কেউ কোনো অভিযোগও জানায়নি।পুলিশ তাই খতিয়ে দেখছে জিনিসটা।