সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শ্রদ্ধা জানাতে বিশেষ পরিকল্পনা রাজ্যের
From : রাইট
Nov 05, 2021
12:07:45 PM
সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শ্রদ্ধা জানাতে বিশেষ পরিকল্পনা রাজ্যের
গত ২৪ অক্টোবর এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করাতে যায় সুব্রত মুখোপাধ্যায়। যাওয়ার পর সুব্রত মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করান চিকিৎসকেরা। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ স্বাস্থ্যের অবনতি হয় সুব্রত মুখোপাধ্যায়ের। কালীপুজোর দিন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ২২ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়। রাজ্য রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে ওনার চলে যাওয়ায়।শোকে কাতর হয়ে উঠেছেন মমতা বন্দোপাধ্যায়।বহুকালে সঙ্গী সুব্রত মুখোপাধ্যায়ের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি শোকবার্তাতে লেখেন ,‘ছাত্র আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন সুব্রতদা। সেই সময় থেকেই আমি ওনার সঙ্গে রয়েছি। ওনার নেতৃত্বতেই আমি বড় হয়েছিল। উনি রাজনীতি ছাড়াও বিভিন্ন সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ওনার সঙ্গে আমার দীর্ঘদিনে সুসম্পর্ক। আমার কাছে তিনি অভিভাবকের মতন ছিলেন। ওনার এভাবে চলে যাওয়া আমার কাছে বিরাট একটি ক্ষতি। রাজ্য তথা দেশের রাজনীতির জগতে বিরাট শূন্যতা রেখে গেলেন তিনি।”।
সূত্রের খবর , প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজ্যের সমস্ত সরকারি দফতরে আজ প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হবে।