স্বস্তি! সংস্থাগুলি ভোজ্য তেলের দাম কমাচ্ছে

From : রাইট
Nov 03, 2021
12:19:15 PM
লাফিয়ে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যের দাম, সে রান্নার গ্যাস বা পেট্রল-ডিজেল হোক। মধ্যবিত্তের নাভিশ্বাস জিনিসপত্রের দামের জন্য। ভোজ্য তেলও রয়েছে এর মধ্যে। তাই এবার ভোজ্য তেল প্রস্তুতকারী সংস্থাগুলি দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এস.ই.এ জানিয়েছে, তারা ৩ থেকে ৫ টাকা তেলগুলির দাম প্রতি কেজিতে কমাবে। গত মাসে পাম তেলের কেজি প্রতি মূল্য ১৬৯.৬ টাকা থেকে কমিয়ে ১৩২.৯৮ টাকা করেছে। সোয়া তেলেরও দাম কমেছে কিছুটা। কিন্তু এখনও সূর্যমূখী তেল,সরষের তেল, ও বাদাম তেলের দাম কমেনি। শোনা গেছে, এই তেলগুলির দামও নাকি এবার কমছে। আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্রেতাদের কথা মাথায় রেখে। এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই মধ্যবিত্তের মুখে হাসি ফুটেছে। সূত্রে খবর, বিদেশ থেকে প্রয়োজনীয় ভোজ্য তেলের ৬০ শতাংশই আমদানি ভারতকে করতে হয়। ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে আনায় আমজনতা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI