রক্তাক্ত শৈশব ফের তৈরি হতে চলেছে আফগানিস্তানে! তালিবান এবার চেষ্টা চালাচ্ছে শিশুদের সেনাদলে ভরতি করার। জেহাদি সংগঠনটি সন্ত্রাসবাদী কার্যকলাপে শিশু ও কিশোরদের ব্যবহার করার পরিকল্পনা করেছে। এবার আফগান নগরী দের ভয়ানক দিন শুরু হতে চলেছে।
ইতিমধ্যে রাষ্ট্রসংঘের হাই কমিশনার ফর হিউম্যান রাইটস মাইকেল ব্যাকলেট শিশু শ্রমিক তৈরি নিয়ে সরব হয়েছে। ১৯৯৬ সালে আফগানিস্তানে ক্ষমতায় আসার পর রীতিমতো জোর করে ১৮ বছরের কম বয়সীদের ধরে নিয়ে যেত তালিবান। তারপর বিভিন্ন জঙ্গি সংগঠনে আত্মঘাতী বোমারু ও সৈনিক হিসেবে তৈরি করা হত তাদের। এবার ফের ক্ষমতায় এসে একই পথে হাঁটছে জেহাদি সংগঠনটি। মুখে শান্তি ও মানবাধিকার রক্ষার কথা বললেও আদতে তা যে ধাপ্পা সেটা স্পষ্ট।