গত শনিবার থেকেই টানা বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী। বুধবার দিনভর চলবে বৃষ্টি আবহাওয়া সূত্রে খবর। আলিপুর আবহাওয়া সূত্রে খবর অনুযায়ী আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজবে গোটা বৃষ্টিতে। আলিপুর আবহাওয়া দপ্তর আরো জানিয়েছেন বুধবারও সেই পরিস্থিতির বিশেষ উন্নতি হবে না। সারা দিনভর ধরে চলবে বৃষ্টি ও সঙ্গে বজ্রবিদ্যুৎ।
কলকাতা ও তার সংলগ্ন এলাকা বজ্রবিদ্যুৎ ও হালকা ও মাঝারি বৃষ্টিতে ভিজেছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। সর্বনিম্ন ২৬ ডিগ্রি। আবহাওয়া সূত্রে খবর অনুযায়ী কলকাতার পাশাপাশি এদিন মাঝারি ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতাও। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামেও এদিন ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হওয়ার আশা রয়েছে। কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে না।