ঠাকুরের গয়না বিক্রি করে ঋণ মেটানোর পর, মানসিক অবসাদে আত্মঘাতী এক ব্যাবসায়ী

From : রাইট
Oct 11, 2021
1:44:30 PM

ঠাকুরের গয়না বিক্রি করে ঋণ মেটানোর পর, মানসিক অবসাদে আত্মঘাতী এক ব্যাবসায়ী
দক্ষিণ কলকাতার (Kolkata) গল্ফগ্রিন এলাকার বিজয়গড়ের বাসিন্দা দেবীপ্রসাদ আইচ। বয়স প্রায় ৫২ বছর।
জানা গিয়েছে,ক্ষিণ কলকাতার (Kolkata) গল্ফগ্রিন বিজয়গড়এলাকায় ওই ব্যাক্তির গ্রিলের কারখানা ছিল।লকডাউনের পর থেকেই তার ব্যবসার অবস্থা খারাপ হতে শুরু করে।কিন্তু বাজারে প্রচুর টাকা ঋণ ছিল ওই ব্যাক্তির । এর ফলে গত কয়েকমাস ধরে পাওনাদাররা টাকা ফেরত যাওয়ার জন্য  তাঁর উপর চাপ দিতে থাকেন। এমনকী, তাঁকে হুমকিও দেওয়া হয় ।
এরপর পাওনাদারদের  চাপ সহ্য করতে না পেরে কিছুদিন আগে তিনি বাড়ির ঠাকুরঘরে গিয়ে প্রতিমার গয়না খুলে সেই গয়না বিক্রি করে পাওনাদারের টাকার কিছু অংশ শোধ করেন। কিন্তু ঠাকুরের গয়না বিক্রি করে পাওনাদারের টাকা মেটানোর পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।পরিবারের লোকেদের সঙ্গেও ভাল করে কথা বলতেন না।
রবিবার মহাপঞ্চমীর দিন দীর্ঘক্ষণ সাড়া পাচ্ছিলেন না পরিবারের লোকেরা। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তাঁরা ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, গলায় ফাঁস দিয়ে ঝুলছেন দেবীপ্রসাদ আইচ। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। পুরো ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। 


রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI