বিচ্ছেদ তথাগত-দেবলীনার, আট বছরের সম্পর্ক শেষ 
                      
                         From : রাইট
                        Dec 02, 2021
                        1:15:00 PM
                        
                       
                      একসঙ্গে থাকছেন না আর তথাগত ও দেবলীনা আট, বছরের সম্পর্ক ভেঙে গেলো। অনুপম রায়-পিয়া চক্রবর্তীর বিচ্ছেদের খবর থিতু হওয়ার আগেই ভাঙছে তথাগত মুখোপাধ্যায়-দেবলীনা দত্ত মুখোপাধ্যায়ের সম্পর্ক।তাদের আট বছরের সম্পর্কে শেষপর্যন্ত ভাঙ্গন সৃষ্টি হল। টলিপাড়ায় গত এক মাস ধরে এই গুঞ্জন শোনা যাচ্ছিল।সত্যতা জানতে তথাগতকে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করলে উনি বলেন ''আমি আমার মতন করে জীবন কাটাচ্ছি'' তথাগতর দাবি, এই মুহূর্তে তিনি মা-বাবাকে নিয়ে ব্যস্ত।
নেপথ্যে কারণ কি তাহলে বিবৃতি চট্টোপাধ্যায় না অন্য কিছু। অভিনেত্রী তথাগতর নতুন ছবি ‘ইউনিকর্ন’-এ নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন।ওখানেই কাজ করতে গিয়েই নাকি তারা ঘনিষ্ট হয়ে পড়েন। তবে পরিচালক-অভিনেতা কিছু স্বীকার না করলেও টলিউড বলছে,গত এক মাস ধরে লিভ ইন করছেন তথাগত-বিবৃতি।বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি দেবলীনা, তবে তিনি বলেছেন  মা অসুস্থ তার দেখভাল করতে ব্যস্ত তিনি।এখন তিনি আলাদা কিছু নিয়ে আর ভাবছেন না।