তথ্যপ্রমাণ লোপাট করেছেন অনন্যা পাণ্ডে। পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)।
From : রাইট
Oct 24, 2021
2:07:00 PM
তথ্যপ্রমাণ লোপাট করেছেন অনন্যা পাণ্ডে। পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)।
এনসিবি-র জেরায় মাদক সংগ্রহ এবং তা আরিয়ানকে জোগান দেওয়ার কথা সম্পূর্ণ ভাবে অস্বীকার করেন চাঙ্কি-কন্যা অনন্যা পান্ডে।বাল্যবন্ধুর সঙ্গে গাঁজা নিয়ে কথোপকথনকে নিছক মজা বলে উড়িয়ে দিয়েছেন অনন্যা পান্ডে।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)এর দাবি ফোন থেকে কিছু কথোপকথন, ছবি, ভিডিয়ো, ভয়েস মেসেজ মুছে দিয়েছেন অনন্যা।এরপর (NCB)আধিকারিকরা অনন্যার কাছ থেকে তার ২টি ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে।এবং মুছে দেওয়া বিভিন্ন তথ্য এই মুহূর্তে পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে (NCB)আধিকারিকরা।এর পাশাপাশি অনন্যা এবং আরিয়ান, দু’জনেরই ব্যাঙ্কের নানা নথি, আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখা হতে পারে বলে সূত্রের খবর।
অনন্যা জানিয়েছেন, তিনি এমন এক ব্যক্তিকে চেনেন, যিনি আরিয়ানকে মাদকের জোগান দিয়ে থাকতে পারেন। এর ফলে সোমবার অর্থাৎ ২৫ অক্টোবর অনন্যাকে আবার ডেকে ডেকে পাঠিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) ।