রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনে বাড়ানো হলো কেন্দ্রীয় বাহিনী 

From : রাইট
Oct 19, 2021
12:57:15 PM

 রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনে বাড়ানো হলো কেন্দ্রীয় বাহিনী 
আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে – দিনহাটা, শান্তিপুর, গোসাবা, খড়দহে উপনির্বাচন। নির্বিঘ্নে ভোটপর্ব মিটিয়ে ফেলতে তৎপর নির্বাচন কমিশন।এই উপনির্বাচনে  সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে আগেই ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) পাঠানো হয়েছিল রাজ্যে।আবার পুজো মিটতেই আরও বাড়তি বাহিনী পাঠানো হল কমিশনের তরফে। 
এরিয়া ডমিনেশন, রুট মার্চ চালাচ্ছিলেন বিএসএফ (BSF), সিআরপিএফ (CRPF), এসএসবি-র জওয়ানরা। ভোটের দিন যত এগোচ্ছে, নিরাপত্তার স্বার্থে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা বোধ করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। 
সূত্রের খবর, রাজ্যের ৪ কেন্দ্রের উপনির্বাচনের জন্য মোট ৮০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে। ভোটের দিন অর্থাৎ ৩০ অক্টোবর এবং ফলপ্রকাশের দিন ২ নভেম্বর কেন্দ্রে মোতায়েন থাকবেন সিআরপিএফ, বিএসএফের জওয়ানরা।


রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI