উত্তরবঙ্গে ময়নাগুড়িতে লাইনচ্যুত হয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ! বর্তমান মৃত ১৫ জখম ৪৩
From : রাইট
Jan 14, 2022
12:35:00 PM
বৃহস্পতিবার বিকেলে উত্তরবঙ্গের ময়নাগুড়ির কাছে গুহাহাটিগামী বিকানের এক্সপ্রেস উল্টে লাইনচ্যুত হয়ে বেশ কয়েকটি বগি।বাংলায় আবার শোকের ছায়া নেমে এলো এই ভয়াভহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকলো বাংলা।প্রাথমিক সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী, এই ভয়াভহ ট্রেন দুর্ঘটনার কারণ লাইন এ ফাটল থাকায় হয়েছিল।সঙ্গে সঙ্গে উদ্ধারকারীরা খটনাস্থলে পৌঁছায় দুর্ঘটনাগ্রস্ত বগিগুলিকে রেলট্র্যাক থেকে সরানোর কাজ করছে।
এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অনেকেই ওই ট্রেনে আটকে পড়েছেন। উদ্ধারকারীদের সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে এবং ৪৩ জন আহত হয়েছেন।আর বাকিদের উদ্ধার করার বেবস্থা চলছে।শুক্রবার ভোরেই অর্থাৎ যেখানে ট্রেনটির লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটেছে সেখানে আলিপুরদুয়ারের সংসদ তথা সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী জন বার্লা।তিনি সকাল থেকে সেখানে দাঁড়িয়ে থেকে তদারকি করেন।
শুক্রবার সকালে ময়নাগুড়িতে পৌঁছলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।এবং মধ্যরাতেই হাওড়াতে পৌঁছান তারপর বিশেষ ট্রেনে করে দুর্ঘটনাস্থলে পৌঁছানঅশ্বিনী বৈষ্ণব।এবং পরিস্থিতি সামাল দেন ।প্রধানমন্ত্রী বিষয়টির উপর নজর রাখছেন।এই দুর্ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ও আহতের সংখ্যা।
বৃহস্পতিবার বিকেল ৫ টা নাগাদ বিকানের - গুয়াহাটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়।এই ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।আহত ৩৬ জনের চিকিৎসা চলছে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের রেফার করা হয়েছে জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে।