ভগবানপুরে বিজেপি নেতাকে বাড়ি থেকে অপহরণ করে 'খুন'

From : রাইট
Nov 07, 2021
12:43:15 PM
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপি নেতাকে খুন। পালটা অভিযোগের পালা চলছে দুই শাসক বিরোধী দলের মধ্যে। কি কারণে ওই বিজেপি নেতা খুন হয়েছেন তাঁর তদন্ত করছে পুলিশ। এখনও পর্যন্ত কারোকে গ্রেফতার করা হয়নি এই ঘটনায়। মৃত ওই বিজেপি নেতার নাম চন্দন মাইতি ওরফে শম্ভু। তিনি মহম্মদপুরের ভগবানপুরের ১ নম্বর ব্লকের বাসিন্দা ছিলেন। সূত্রে খবর, শনিবার রাতে ওই ৩৮ বছরের নেতা বাড়িতে ছিলেন। হঠাৎ তাঁর ফোনে একটি ফোন আসে। ফোনে তাঁকে বাড়ির বাইরে আস্তে বলেন কেউ, আর সে কথা বলতে বলতে বাইরে বেরিয়ে যায়। অনেক সময় কেটে গেলেও তিনি না ফেরায় বাড়ির লোকেরা দুশ্চিন্তা করতে থাকেন। অনেক খোঁজাখুঁজি করেও পাননি। তারপর তারা পুলিশকে খবর দেয়। এরপরে বাড়ির কিছুটা দূরে তাঁর দেহ পরে থাকতে দেখে বাড়ির লোকেরা। ভগবানপুর গ্রামীণ হাসপাতালে তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। আর সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। তাঁকে প্রথমে মারধর করে পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁর দেহ ছিন্নভিন্ন করে দেয়। অনেকেই মনে করেছেন রাজনৈতিক জেরে চন্দনের খুন হয়েছে। তবে এখনও কিছু জানা যায়নি। পুলিশ এই ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছেন।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI