‘ভোট লুঠ হয়েছে, ভোট বাতিল করে পুর্ননির্বাচনের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

From : রাইট
Dec 20, 2021
11:33:00 AM
‘ভোট লুঠ হয়েছে, ভোট বাতিল করে পুর্ননির্বাচনের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শাসক দলের বিরুদ্ধে বোমাবাজি ও ছাপ্পাভোটসহ একাধিক অভিযোগ এনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমে দ্বারস্থ হলেন রাজ্যপালের কাছে।এরপর সেখান থেকে বেরিয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই গেলেন নির্বাচন কমিশনের কাছে।এবং সেখান থেকে বেরিয়ে তিনি এদিন সন্ধ্যায় বিজেপির প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে রাজভনে হাজির হন।এবং রাজভবনে গিয়ে তিনি কলকাতার ভোটাররা ঠিকমত ভোট দিতে পারেনি ‘মাত্র ২০ শতাংশ মানুষ ভোট দিতে পেরেছে বাকিটা রিগিং হয়েছে বলে অভিযোগ করেন। এরপর সেখান থেকে বেরিয়ে তিনি বিজেপি নেতৃত্বদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে হাজির হন।সেখানে শুভেন্দু অধিকারী পুলিশের সঙ্গে বচসায় জড়ান। সেখানে গিয়ে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যের মানবাধিকার কমিশনকে যেমন নিষ্ক্রিয় করে দিয়েছেন, ঠিক একই ভাবে নিষ্ক্রিয় হয়ে গেল নির্বাচন কমিশনের অফিসটাও। এই মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের অফিসে আর কেউ আসবে না’। তিনি আর বলেন, ‘হাইকোর্টের নির্দেশ মতো যে ৬০০০ হাজার বুথে সিসিটিভি লাগানো হয়েছিল সেই সিসিটিভি ফুটেজগুলো ফরেন্সিক অডিট করিয়ে দেখুন’। এরপর শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের অফিস থেকে বেরিয়ে বলেন, ‘উত্তর কোরিয়ার কিমের আর একটা প্রতিরূপ দেখলেন মানুষজন। কিভাবে গণতন্ত্রকে ধ্বংস করতে হয়, ভোট লুঠ করতে হয়- তা দেখিয়ে দিলেন। কমিশনকে বলেছি, দম থাকলে, এই নির্বাচন বাতিল করে পুর্ননির্বাচন করুন।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI