চিকিৎসার গাফিলতিতে এক ৮ বছরের শিশুর মৃত্যু
From : রাইট
Nov 18, 2021
11:21:30 AM
মানিকতলা নার্সিংহোমে ভুল চিকিৎসায় এক ৮ বছরের শিশুর মৃত্যু হলো। এই ঘটনাটি বুধবার সন্ধ্যায় ওই এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়ায়।পরিবারের অভিযোগ ওই হাসপাতালের সমস্ত ডাক্তার ও নার্সদের উপর উঠেছে।যাদের জন্য তাদের ৮ বছরের মেয়েটিকে ছেড়ে চলে যেতে হলো।পরিবারের লোকজন হাসপাতাল কতৃপক্ষের উপর খুবই ক্ষুব্ধ হয়ে গিয়েছে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মানিকতলার সেই ছোট্ট মেয়েটির নাম সৃজা দত্ত মাত্র ৮ বছর বয়সেই এই পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হলো।কিছুদিন ধরে জোরে ভুগছিলেন তিনি পরপর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি কোরান তার পরিবারের লোকজন।এবং চিকিৎসার গাফিলতির কারণে ওই ছোট্ট মেয়েটির মৃত্যু হয়।তাকেই কেন্দ্র করে ওই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।
পুলিশ সূত্রে খবর পরিবারের অভিযোগ মেয়ের জোর বাড়তে থাকলে চিকিৎসকের কাছ থেকে কোনো চিকিৎসা পায়নি সৃজা। বুধবার পেট ফুলে গেলে তার ও চিকিৎসাও করা হয়নি এমনকি তাদের মেয়ের অবস্থার অবনতি হলে তাদেরকে দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের। পরিবারের অভিযোগ সেই অযথায় কোনো নার্স ছিলেন না জল না পেয়ে পরে অক্সিজেনের অভাবে সৃজার মৃত্যু হয়। তার পরিবার ও স্থানীয় বাসিন্দারা খুবই ক্ষুব্ধ হয় বিক্ষোভ করছেন। যদিও নার্সিংহোম কতৃপক্ষ রোগীর পরিবারের অভিযোগ অস্বীকার করছে।