যোগীরাজ্যে করোনা গ্রাফ হঠাৎ করে ভোটের আগে নিম্নমুখী! এই আশ্চর্য ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে

From : রাইট
Jan 19, 2022
12:26:00 PM
করোনা ভাইরাস বিধানসভা নির্বাচনের আগেই উত্তরপ্রদেশে নিম্নমুখী হয়ে গেছে। এছাড়াও উত্তরপ্রদেশে আরও একটি ঘটনা সামনে এসেছে তা হল, করোনা মুক্তির সংখ্যা। জানা গেছে, মেরঠ, গাজিয়াবাদ এবং নয়ডায় অনেকে করোনা আক্রান্ত হলেও, এর থেকে বেশি করোনা মুক্ত হয়েছেন অনেকজন মানুষ। খুবই অদ্ভুতভাবে উত্তরপ্রদেশের করোনা রিকভারি ৫ দিনের মধ্যে বেড়ে গিয়েছে। এটা কেমন করে সম্ভব হল তা নিয়ে প্রশ্ন সবার মনেই স্বাভাবিক ভাবেই জাগছে। উত্তরপ্রদেশ ছাড়াও করোনা রিকভারি বাড়ছে অন্যান্য জেলাগুলিতে। এইভাবে যদি করোনা সুস্থতা বাড়তে থাকে তাহলে করোনার তৃতীয় ঢেউ খুব শিগগির শেষ হয়ে যেতে পারে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রোড শো, নির্বাচনী জনসভা, বাইক রালি ইত্যাদি বিষয়গুলি নিয়ে ২৩ জানুয়ারি আলোচনা হবে। বিজেপির অন্দরে উত্তরপ্রদেশ নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে বৈঠক হচ্ছে। বিজেপি সিদ্ধান্ত নিয়েছে একই পরিবারে দুজনকে কোনোমতেই টিকিট দেওয়া যাবে না।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI